কবিতার চার রং আমি দেখেছি
হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করেছি
এইতো আমার ঠিকানা।


আকাশের নীল রঙ্গে
লুকিয়ে আছে কবিতার পঙক্তি
চাঁদ-তারা সূর্যের মাঝে
জ্বলজ্বল করে কবিতার পঙক্তি
আমাবশ্যার কালো আকাশেও
খেলা করে কবিতারা
কবিতারা হেসে ওঠে ঘন বর্ষাতেও।


কান্নার জল হয়ে গড়িয়ে পড়ে কবিতারা
হাসির ঝলক হয়ে ছড়িয়ে পড়ে কবিতারা
প্রতিবাদের ভাষা হয়ে গর্জে ওঠে কবিতারা
দ্রোহের আগুন হয়ে জ্বলে ওঠে কবিতারা
প্রেয়সীর আঁচল হয়ে কোমল পরশ ছড়ায়
উম্ উম্ কবিতারা।


কবিতা জীবনের রন্দ্রে রন্দ্রে
রক্তের শিরায় শিরায় বাসা বেঁধে
উঁকি দেয় স্বর্গীয় বনানীতে
উঁকি দেয় নষ্ট পৃথিবীতে
উঁকি দেয় ঘাসফুল থেকে সূর্যালোকে।


হৃদয়ের গভীরে গড়ে ওঠা
এ এক বিশাল সম্রাজ্য
এ রাজ্যে বাস করা প্রত্যেক ব্যক্তিই কবি
এখানে প্রেম হয়, অভিসার হয়
এখানে হেসে খেলে লুটোপুটি করে
কবি ও কবিতা।