এই বাংলার সাথে আমার নাড়ীর সম্পর্ক
জন্ম থেকে আজ অব্দি
এ বাংলার ধুলোবালি মেখেই
এক একটা ক্যালেন্ডার অতিবাহিত করেছি,
আমি বন্যায় ভেসে আসা খরকুটো নই
আমি বাংলা মায়ের সন্তান।


সকালের সূর্য সাক্ষী, সাক্ষী রাতের তারা
ভোরের শিশির সাক্ষী, সাক্ষী  কুয়াশারা,
আমি এ বাংলার কোমল স্পর্শকে
মায়ের মতোই ভালোবাসি,
আমি বাংলা মায়ের সন্তান।


বসন্তের কোকিলেরা আমার সাথে কথা কয়
বাগানের ফুলেরা আমার সাথে মিতালি করে
বনের গাছেরা সস্নেহে আমায় শীতল করে
ঝরনারা পানি ঝরিয়ে আমার তৃঞ্চা মেটায়,
তারা আমাকে চেনে এবং জানে
আমি বাংলা মায়ের সন্তান।


বাংলার প্রতিটি ধুলিকণার ওয়ারিশ আমি
আমাকে বঞ্চিত করার অধিকার কারো নেই
আমার কথা বলার অধিকার আছে
প্রতিবাদ করার অধিকার আছে
জালিমের সামনে দাঁড়িয়ে
বুক ফুলিয়ে বলার অধিকার আছে
'তুমি জালিম, বাংলা মায়ের শত্রু;
আমাকে দাবিয়ে রাখার অধিকার তোমার নেই'।
কেননা, আমি বাংলা মায়ের সন্তান।