তোমাকে মনে পড়ে ভোরের রোদ্দুরে
তোমাকে মনে পড়ে নিশীতের আঁধারে
মনে পড়ে এক পশলা বৃষ্টিতে
কিংবা দূর আকাশে আনমনা দৃষ্টিতে।


আমি আর আমার নেই
হারিয়ে গেছি সেই সে দিন
জীবনের প্রদীপ আলোহীন আজ
নিভু নিভু সলতেটা হয়ে এলো ক্ষীণ।


তোমাকে মনে পড়ে গোধুলী লগ্নে
তোমাকে মনে পড়ে দ্বাদশীর জ্যোস্নায়
মনে পড়ে ফাগুনের হাওয়াতে
কিংবা আষাঢ়ের ঝরঝর বর্ষায়।


আমার যা কিছু ছিলো
রাখি নি কিছুই সম্বল করে
ঘর জুড়ে আলো ছড়ানো সেই প্রদীপ
আজ আর নেই মোর ঘরে।


তোমাকে মনে পড়ে বসন্তের রঙে
তোমাকে মনে পড়ে বৈশাখী ঝরে
মনে পড়ে আলো আঁধারিতে
কিংবা লাল নীল বেদনার সুরে।