আমি আর বিজয়ের গান গাই না
মুক্তির উল্লাসে তপোধ্বনি করে বলি না
আমরা স্বাধীন জাতি!


যখন ছেলের ছবি হাতে মা
ভাইয়ের ছবি হাতে বোন
স্বামীর ছবি হাতে নববধূ
বাবার ছবি হাতে অবুঝ সন্তান
বুক ফাটা আর্তনাদ করে বলে
"ফিরিয়ে দাও আমার স্বজনকে"
তখন আমি বলতে পারি না
এ জাতি শনির রাহু থেকে মুক্তি পেয়েছে।


'৫২-এর রক্ত এখনো আমায় শঙ্কিত করে
'৬৬-এর ষড়যন্ত্র এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়
'৬৯-এর গণঅভ্যুত্থান এখনো আমাকে ডেকে যায়
প্রতিদিন প্রতিক্ষণ '৭১-এর এক একটি দিন
এখনো ফিরে ফিরে আসে
কিভাবে আমি বলব, আমরা মুক্তি পেয়েছি।


ওরা ভাষার অধিকার দেয় নি
রক্ত ঝরেছে রাজপথে
সে রক্ত আজো শুকায় নি
ওরা ভোটের অধিকার হরণ করেছে
যুদ্ধের দামামা বেজেছে
সে যুদ্ধ আজো শেষ হয় নি।
জিন্নাহ, ভুট্টো, ইয়াহিয়াদের প্রেতাত্মারা
ভোটের অধিকার নিয়ে
ক্ষমতার পালাবদল নিয়ে
আজো রশি টানাটানি করে
সেই রশির ফাঁসে ঝুলছে এ মৃত্যুপুরী
এ মৃত্যুপুরীতে বসে
আমি কিভাবে কণ্ঠে সূর তুলব
কিভাবে গাইব বিজয়ের গান?