একটি বাংলাদেশ কোটি প্রানের স্পন্দন
হাজারো স্বপ্নে সাজানো স্বপ্নিল বেলাভূমি
দৃঢ় হোক তব অজস্র হাতের বন্ধন
বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াক জন্মভূমি।


রাস্তায় দাঁড়ানো বিবস্ত্র ঐ পথের ছেলে
কিংবা নিষিদ্ধ পল্লীর বেপরোয়া যুবক
বৈরিতার বক্রচোখে দিওনা কাউকে দূরে ঠেলে
সকলেই আমরা স্বদেশ ভূমির স্নেহের শাবক।


কোটি হাত হোক আজ একটি হাত
সহস্র কণ্ঠে বেজে উঠুক একটি সুর
নতুন করে উদিত হোক সোনালি প্রভাত
বৈরিতার কালো ছায়া যাক চলে বহুদূর।


এইদেশ তোমার আমার সকলের তরে
পর নই কেহ মোরা আপন সবাই
এসো দৃঢ় করি বন্ধন হৃদয়ের ডোরে
বৈরিতা ভুলে এসো সাম্যের গান গাই।