অবাক পৃথিবী
তোমার হেয়ালিপনায়
আনমনা আমি, আমি হতাশ
দু'দণ্ডের এই কোলাহলে
কি নিদারুণ নিষ্ঠুরতা
বর্বরতার উদোম নৃত্যে
পৈচাশিকতার সে কি আস্ফালন!!!


দু'টি টাকার জন্য
এখানে ঝরে পড়ে এক দেহ রক্ত
দু'দণ্ডের সুখ টানের জন্য
এখানে খুন হয় ভবিষ্যত প্রজন্ম
দু'বেলার অন্নের প্রয়োজনে
এখানে কেড়ে নেয়া হয়
অসংখ্য মানুষের সারা জীবনের অন্ন।


একরাশ ঘৃনা উৎলে ওঠে
প্রতিবাদী অন্তরে উচ্চারিত হয়,
"বেজন্মা ওরা
স্বজোরে লাথি দিয়ে ঐসব
মানুষ নামের নরপিচাশদের
নরদমায় ফেলে দাও,
তাদের কারণেই অশান্ত এ পৃথিবী";
পিচাশদের প্রেতাত্মা অট্টহাসি দেয়
আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে ওঠে
"তোমার ঘৃণার ঔরসেই আমার জন্ম"।