শহরের কোলাহলে
ভুলে গিয়েছি পাখিদের সুর
ইট বালির বেষ্টনিতে
ভুলে গিয়েছি মাটির গন্ধ!


এ শহরে
কোটি মানুষের ভিরেও আমি একা
এখানকার ইট, বালি সিমেন্টের মতোই
মানুষের মনগুলো জমাট বাঁধা
ভালোবাসা বাসা বেঁধেছে
এখানকার যাদুঘরগুলোতে।


রিমু, নুরু, শামীমরা এখানে নেই
গফুর, নজির, আমজাদদেরও চোখে পড়েনা
চোখ বুজলেই অতীতে ফিরে যাই
সেই মেঠো পথ, নদীর ঘাট
আর হারুনের চায়ের দোকানের আড্ডা
আমাকে তাড়িয়ে বেড়ায়।


ফুলকুমারের তীরে
শেষ বিকেলের রক্তিম আভায়
এপাড়া ওপাড়ার
চঞ্চল শিশুদের দুরন্তপনা
কানামাছি ভোঁ ভোঁ, গোল্লাছুট
হাডুডু কিংবা দাঁড়িয়াবান্ধা
আরো কতো খেলা
আরো কতো মেলা
শিল্পীর ছবির চেয়েও শিল্পময়
কবির কবিতার চেয়েও ছন্দময়।


হৃদয়ের ক্যানভাসে জেগে ওঠা
অপরূপ সেই সে ছবি
অনবরত আমায় ডাকছে
বুক ভরা মমতা উগরে দিয়ে বলছে
ফিরে এসো হে গাঁয়ের সন্তান।