আঁধার কাটে সূর্য ওঠে
ভেসে আসে পাখিদের সুর
আহা কি মধুর!
বনেরা জাগে মাঠেরা জাগে
প্রকৃতির পায়ে বাজে মিষ্টি নূপুর
আহা কি মধুর!


কৃষক ধায় মাঠে মাটির মমতা মেখে
মাটির প্রেমে হয় প্রেমাতুর
আহা কি মধুর!
চিকমিক চারদিক জ্বলে জ্বলজ্বল
হাসে চির যৌবনা রোদেলা দুপর
আহা কি মধুর!


ছলছল কলকল বয় নদীর জল
রূপ রস যৌবনে ভরপুর
আহা কি মধুর!
সাজের বেলায় পাখি ফিরে নীড়ে
কোরেশ কণ্ঠে বিলায় সুরেলা সুর
আহা কি মধুর!


সারি সারি গাছে গাছে রসনা বিলাসের দেশে
ফলগুলো ঝুলে থাকে রসে টইটম্বুর
আহা কি মধুর!
বর্ষার আকাশে কালো মেঘে ভেসে
ধেয়ে আসে বৃষ্টি ঝুমুর ঝুমুর
আহা কি মধুর!


মাঠে পাকে ধান মন আনচান
মুঠিমুঠি খুশি বিলায় নবান্নের মাদুর
আহা কি মধুর!
বসন্ত বাতাসে গোলাপ কাননে
হেসে খেলে লুটোপুটি করে মিষ্টি রোদ্দুর
আহা কি মধুর!