পাখিদের আনাগোনা ভ্রমরার গুনগুন
ঐ দেখ এলোরে রঙ্গিলা ফাগুন।
ঝকমকে সাতরঙা পোশাকে জড়িয়ে
যৌবনা প্রকৃতি মন দিল ভরিয়ে।


গান গায় কোকিলা নাচে প্রজাপতি
বাগানে ফোটা ফুলগুলো মিষ্টি অতি।
চারদিকে শোরগোল, দোলা লাগে অন্তরে
এলো এলো এলোরে বসন্ত এলোরে।


ঝরঝরে ফুরফুরে উদাসী বায়ে
শিহরণ খেলে যায় আদুল গায়ে।
শত পাখি ডাকি ডাকি যাচ্ছে বলে
প্রেম কি আসেনি আজো মর্মতলে?


সাজসাজ ঋতুরাজ অপূর্ব কারুকাজ
নতুন দিনের বার্তা নিয়ে এলো আজ,
নব উদ্যমে সৃষ্টি সুখের উল্লাসে
জেগে ওঠ, মেতে ওঠো বসন্তের উচ্ছাসে।