--===[[[|||♠]]]|||===--


টানা তেইশ দিন আসছিল ওরা
পাহাড়ি ঢলের মতো মানুষ সদলবল
  ততদিনে আঠারো নম্বর ক্যাম্প
ত্রাণকার্য্যে অবিরতি অগুনতি জনবল
    নিয়ন্ত্রণকেন্দ্র হতে প্রতিদিন বার্তা পাই
সংকুলানের নিয়মে এবার ক্রমোন্নতি
মাত্র দুইদিনেই ভর্তি কোলাহলপূর্ণ
      তৃতীয়দিন ওখানে আর জায়গা নাই
চোখের নিমিষেই গড়ে ঘনবসতি
মাথাগোঁজার জন্য নিদারুণ ছোটাছুটি
   বাঁচতে পেরেই বিভীষিকা ভুলে
   আকাশের নীচেই সাব্যস্ত পুনরায় ঠাঁই ।


পাহাড়িয়া ঢাল কেটে উপরের সোজা পথ
চারশো মিটার উঁচু আহামরি দূর নয়!
অনভ্যস্ত পদক্ষেপে অভ্যস্ততা এসে যায়
   পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিলি বণ্টন হয়
     চালডাল তেল নুন ঘরদুয়ার
ভাসমান জনারণ্যে ভাসে সুখদুঃখের দ্বৈরথ
   ক্ষুধার অন্নজল সেতো আনতেই হয়
  পদভারে মুখরিত অভ্যাসের উঠানামা
  জাতি বাঁচাতে গিয়ে প্রজাতি বিলুপ্তপ্রায়
    পাহাড়ের সজীবতা রূপকথা আজ
  রাতারাতি নিশ্চিহ্ন ঐ পাদদেশের জঙ্গল
ক্ষুধার্ত বন্যহাতিদের  একমাত্র চলাচলপথ ।


           --===[[[|||©]]]|||===--