♥....


নগর তোরণ ফেলে আরও বহুদূরে
- হলুদ বরণ ছিলো সরিষার মাঠ,
দিনমান শোনা যেতো মধুপের গুঞ্জন!  
কদম মহুয়া শাখে তমালের মগডালে
- লুকিয়ে থাকতো বসে করুণপিয়া;
ডাকতো গলা ছেড়ে কৃষ্ণা কোকিল!
কুটুম আসছে বলে 'বউ কথা কও'
সুমধুর গাইতো 'কালো ঘাড় বেনেবউ'
- ঝাঁকবাঁধা ফিঙেরা ঝাপটাতো ডানা |


ধানের দিগন্ত জুড়ে সোনারঙ বুকে;
যবের কচিপাতা,গমের ঝুলন্ত শীষে,
কোরা কাউনের দুরন্ত ডগায়....
গঙ্গা ফড়িং খেলার ঝিলিমিলি রোদ,  
- এইতো সেদিন যেনো উজল বেলা!
তিল তিসি বাদামের ফলবতী ক্ষেতে
তিলা ঘুঘু,হরিয়াল,দানা খুঁটে খেতো!
- কোথায় মিলিয়েছে প্রীতির সুবোধ,
অড়হর মুসুরি মুগ, সুগন্ধি কলাই যুগ |


গল্পের ছায়া ছবি, কাব্যের ধ্যান মায়া
- সবুজ চাদর যেনো বিছায়ে রাখা,
জীবনের হাটে বসা জীবন্ত বাট মেলা!
গাছের দেয়াল দেয়া সীমান্ত আঁকা,
আমার চোখের সুখে সরলার দেখা,
পটের কুটিরে ছিলো শুক সারি হাজার!
মাধবী মালতী সখির গলাগলি ঢেউ
- চামেলি জুঁইয়ের সাথে মধুমঞ্জরী,
কতো যে লতানো লতার পীত কুঞ্জবন |


সেখানেই হারিয়েছে আজ মুগ্ধ সকাল!
নগরীর উদরে গেছে পঞ্চপক্ষীর কায়া  
- বুলবুলি টিয়া'দের চঞ্চলা চঞ্চু!
নিঠুরেরা বানিয়েছে পাষাণ প্রাচীর;
কারিগরি শব্দপুরীর জব্দ কারাগার!
আমার প্রেমের গলায় পরিয়েছে ফাঁস,
জোর করে টেনে আনা নগরের লেঙুড়!
মেরেছে কমলদীঘি পুড়েছে পদ্মপরাগ
- আহত জৈবনগাথা প্রণয়গল্পের শ্বাস ||


__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||
..........................................