<>>===∞∞✪✪∞∞===<<>



কথাগুলো জমে জমে;পাথর হয়েছে ক্রমে
শিলালিপি নয় তবু,দেখেছি আঁচড় কেটে  
বলতে পারিনি শুধু তোমাদের কাছে
-জমাট বেঁধেছে শেষে নিরেট আকর!
মাটির শরীর তার সইতে পারেনি ভার  
খানিক জেনেছে খোঁজ সুধা কতো আছে।  
ধুসর ধুলায় মোড়া;উষর শব্দের মালা
সমাসবদ্ধ পদের,কণ্টক কাঁকর!
খুলতে পারেনি কোনো আলোক দুয়ার
-পাঁচপদী অক্ষরের বেড়েছে আগুনজ্বলা!    
বিশেষণ হতে চেয়ে;মরে গেছে মাথাকুটে
টেনেটুনে থেমেথেমে,চলে গেছি ক্ষীণদমে |

সবাক আভাস কিছু;অবাক নিয়েছে পিছু
বাকিটা সিঁকেয়তোলা,আগামীর জন্য
বলি বলি করা যতো বলতে চাওয়া ভাষা
-হৃদয় গভীরে কতো হয়েছে নিদয় ক্ষয়!
জমা রাখা এই কথা;লিখে যাওয়া কবিতা  
জেনেশুনে বুঝে নিয়ো,আমিহীন সর্বনামে    
বর্ণমালার শরীরে মিশেছে কোন অব্যয়!  
দেখে নিয়ো একদিন;কর্মের কোমল খাতা
অনেক পথের পাড়ি,জীবন্ত জীবন থেমে  
-বিভক্তিও কারকের ভিড়ে ঘুমন্ত বিভাসা!
শূন্য স্বপন সুবাস;করে দিয়ো ধন্য
যদিও দূরের আমি,দেখবো না আর কিছু ||


◑◑∞∞∞==<<©©>>==∞∞∞◑◑