-----:::::::::::♠::::::::::-----


গন্তব্য জানা ছিলো;খুব চেনা।
দিগন্তরেখায় তাকিয়ে থাকবো বলে
আমরা বের হয়ে যাই
- আমি, তুমি এবং সে
দীর্ঘপথের সাথি তোমারও খুব জানা
তৃতীয়পক্ষকে আমার সাথেই রাখি।


যাত্রাপথে কালোরঙ মেঘ জমছিল
অল্পায়ু রোদ্দুরে মিলেনি লেহ!
মনভার হতে হতে গতপ্রায় গোধূলি
হঠাৎ বৃষ্টির আগে বরফ কুচির মতো
ঝরে পড়ছিল নীল আকাশের স্বেদজল
তারপর সাতরঙা একজোড়া রঙধনু
- সুশোভিত বিরল উপহার।
ভেবেছিলাম আর নাই কেহ;
অনাহুত চতুর্থজন বলে উঠলো
- আজ প্রগাঢ় হবে বৃষ্টিজল!


ভরা পূর্ণিমারচাঁদ; দেখবো ভেবে
দারুণ চন্দ্রোচ্ছ্বাস জাগছিল মনে,
পঞ্চমেরে দেখার সাধে,অধীর অপেক্ষা।
আশ্চর্য আঁধারে ঢাকে পূবের আকাশ
অযাচিত বরিষণ ভিজিয়ে দিলো ঠিক
- জোছনা ভাসেনি আর উঠেনি চাঁদ!


অক্ষয় ষষ্টের কথাই রাখলাম;
ফিরে আসি পুনরায়,ফিরতেই হয়!
পেছনে ফেলে আসি কাঙ্ক্ষিত তীরভূমি
এতক্ষণে সপ্তমের আভা;নীলাম্বরীর গায়
আমাদের ভাঙা কুটির প্লাবিত জোছনায়!
- চন্দ্রমৌলী হেসেছিল অরূপ প্রভায়।


::::::::::::::::::::©::::::::::::::::::