✪✪✪✪✪✪===✪✪✪✪✪✪



আলগার্ভির জলপাই বনে;
সাদা পাখিদের মৃত্যুর মিছিল দেখে
কয়টি হৃদয় আর ছটফট করে ওঠে!
মৌসুমের নিয়ম জেনে-
ফল ও ফসলের সংরক্ষণ চাই;
নয়নসুখের প্রয়োজন সেখানে নগণ্য!
পাখিদের কিচিরমিচির অথবা গান
এসব অপ্রয়োজনীয় শুনেটুনে
এই পৃথিবীতে নৃশংসতা কমেছে কবে?


অগণিত মানুষেরা ঘুমিয়ে পড়ে;
দৈববাণী নয়,নিশ্চিত বিবেকের ক্ষয়!
অজানা কোন কলহের কানাকানি শুনে
ছোঁয়াচে ঘুমের কোলে এলিয়ে থাকে-
প্রতিবাদী প্রতিরোধী,প্রাণী নিষ্প্রাণ!
হাঁটতে চলতে বলতে গিয়ে হায়
ঘুমিয়ে বেঁচে থাকে;ঘুমঘোরে খায়
কথায় কাজের মাঝে,ঘুমন্ত বহু সাজে
ঘুমঘুম দরজায় তাই নির্ঘুম গর্জায়!


দেখতে সোনার সকাল;
অসারনিদ্রার কবে চির সমাপন!
বাঁচার সঙ্গী রবে;শুধু মানবিক
এইকথা লিখা হবে ধরণীর সব কোণে।
ঘুমন্ত হৃদয় সকল জাগলে আবার-
অকালমৃত্যুর শোকে লাগবে তালা!
হাহাকারহীন হবে ক্ষণকাল পার
সবুজের সাথে রবে শান্তির সাদা
জলেস্থলে জঙ্গলে মানুষিক আভরণে।


⚪⚫⚪⚫⚪⚫⚪⚫⚪⚫⚪⚫