.   এই লেখাটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার।
জলপথের কর্মযোগে যাত্রাপথের কিছু টুকরো স্মৃতি
★লেখাটি বেশ বড়★ পাণ্ডুলিপি থেকে হুবহু তোলা।
    ধৈর্যশীল পাঠকসমাজ পড়তে পারেন।
___________♥


জলযাত্রার দিনরাত্রি ছিলো অম্লমধুর
জলপথে কিছুদিন সাজিয়েছি বাড়ি
দেখা শেখা জানাশোনা যাপনীয় গণ্য  
সাগর মহাসাগর উপসাগর পাড়ি
আহা কতো রঙে রূপে হয়েছি ধন্য
বিচিত্র বৈচিত্র্যময় ওই সমুদ্র সুদূর।


আরবসাগর তীর,হরমুজ প্রণালির ভিড়
আমিরাত,সিঙ্গাপুর, সৌন্দর্য নীড়
মালাক্কা প্রণালি হয়ে কখনো বেইজিং    
অতলের গল্পই জেনেছি নির্বিবাদ
'সিটি অব লায়ন' দেখেছি 'ঝিঝিয়াং'
কৃত্রিম বাঁধের ফলে শহর লোপাট  
দুয়ারের সিংহমূর্তি, অমলিন প্রাসাদ
পানির নীচে আজো সাজানো পথঘাট!


আরো কতো দেশে বন্দর নগরীর কথা
জলদস্যুর দৃষ্টি এড়িয়ে সোমালিয়া ছাড়ি
জ্যামাইকা 'রয়েল পোর্ট' প্রকৃতির চোট
ঐতিহ্যময় ওই করুণ শোকগাথা
ডুবুরি হয়ে দেখি ডুবন্ত জাহাজ বোট
রক্তে মেশা আজো স্মৃতির জীবন্ত নাড়ি।


ডুবে যাওয়া শহরের কিছু কথা বলি
বাকি সব জমা থাক বুকেতেে স্মরি
সুখস্মৃতি ছুঁয়ে আরো কিছুদিন চলি
বেশিভাগ সুখাবহ তাতে সামান্য ধূসর
কনস্টান্টিনোপল হয়ে রোমের পথ ধরি
পরপর পৌঁছে যাই এথেন্স,মিশর।


অদূরে দেখা যায় আলোকিত শহর
পবিত্র মিশরকুমারী যেন নিখাদ স্মৃতিপট
উজ্জ্বল আলেকজান্দ্রিয়ার বাতিঘর
কাছাকাছি সৌন্দর্য নিখুঁত অকপট
ডুবশহরের দিকে অবাক দৃষ্টি মেলি
মন থেকে মুছে দিই পুরাণ 'আটলান্টিস'
প্রমাণিত সত্যের কাছে নোঙর ফেলি
ডুবে গেছে সত্যিই বন্দরনগরী 'থনিস'


ব্যস্ত নগরী হেথায় ডুবন্ত নিশ্চিত
ভূমধ্যসাগর তীরে জলেরই অতলে
নিশ্চিহ্ন নাগরীর কথা আজো অজানা
নগরনকশা রেখে দিই ভাঁজ করে!
ফিরে চাই নীলনদে পশ্চিম পাড় ধরে
রোম সাম্রাজ্য,এথেন্স গির্জার মতো
আরো যতো দেখা ইতিহাসখ্যাত
সত্য লেখায় শেখা ফেরাউনও গত।


সাগরপলির তলে নিখোঁজ প্রস্তরলিপি
সোনার তৈজস এবং তামার পাল্লা  
স্বর্ণমুদ্রার বাক্সে পাথরের বাটখারা
বণিক নাবিকের সাথে ঢের মাঝিমাল্লা
সমৃদ্ধ শহরের সাজানো সংসারসুখ
ইতিহাসাশ্রয়ী কোনো দিনলিপি
বুকভাঙা পুত্রশোক কিংবা মানুষিয়া দুখ
স্লেটের পুঁথির গায়ে লিখিত কবিতা!


ডুবে আছে 'হেরাক্লেস' এর বাণিজ্য বন্দর
'ওসাইরিস' রহস্য 'আইসিস' এর মূর্তি
'ফারাও' ক্লিওপেট্রার পাথুরে আদল
'আমুন' দেবতার আলয়,ভক্তির আরতি
সজ্জিত শবাধারের সযত্ন পশুমমি
এইখানে একদিন ছিলো 'খনসৌ' মন্দির
নগরদুয়ারে গ্রানাইটের থমথমি
'হাপি'র আবক্ষ সেও ঢেকে আছে প্রবালে।


_____©_____♥♥