এক চিলতে রোদের গায়ে-
অনায়াসে ঢলে পড়ে;নীলগিরি বীর ছায়া
সকালের মায়া ছেড়ে,বালেগ দুপুর এলে
তখনো অলস ঘুমে বেহুঁশ বিকেল!
স্বপন দেখতে থাকে;অশরীরী ভীরু কায়া
অকালের বুকভরা,রোদনের সুর গলে
সমল মরিচা জমা হৃদয় শিকল!  
-ক্ষয় হয়ে মুছে যায় ধুয়ে।


এক চিমটি আঁধার ছুঁয়ে-
সাঁঝের গন্ধমাখা;বাতাসের ঝুল দোলে
মৃতপ্রায় ইছামতী,পুরোপুরি মরে যায়
অসহায় ভেসে আসে ভাগীরথী ঢেউ!
অনেকদূরের কোন;খেয়ার ঘাটের জলে
গতপ্রায় জৈবনের,ভাসাভাসা পসরায়
অবশেষে বেঁচে থাকে মায়াবতী কেউ!  
-ঘোমটা ঝুলিয়ে রয় শুয়ে।