♣...


আমরা যে বলে ফেলি খুব সহজে,
আমাদের দোষ নেই কিছুতেই!
আবেগের বশে এই পার পেতে চাওয়া
- পার হতে পারি নাতো শেষটায়!
অধীর হাঁটতে থাকি দু-চোখ বুঁজে;
গোঁয়ারগোবিন্দ গায়ে লাগিয়ে হাওয়া
- বিবেকে মাপি না পথ,ফিতাও গজে!
মূলতঃ মাপামাপি মূলকথা নয়,
ঝাঁপাঝাপি ছাড়া, মানুষের বেশ'টায়
- কাঁপিয়ে দিতে পারা চারপাশ!
হাঁটাপথে কিছু ফোটা ফুল হওয়া;
হাঁটাহাঁটি শেষ হলে,সুফলা গান গেয়ে
অকূলের কূলে বসে সুখতরী বাওয়া
- ছড়িয়ে দিতে চাওয়া ভালো অভ্যাস |


এইযে হেঁটেহেঁটে;বাতাস কেটে কেটে
হোঁচট খেতে খেতে, দিশাহারা ক্ষণে
- দিকহারা শুরু করি দৌড়াতে,
পালাতে চেয়েও মরি দুরন্ত চেষ্টায়...
হাটে মাঠে ঘাটে, নগরেও বন্দরে,
এইসব দৌড়ঝাঁপ খাপছাড়া নিষ্ঠায়!
হাঁপিয়ে বসে থাকা মাঝপথে কন্দরে
মাঝেমাঝে শুয়ে পড়া,অজান্তে বিষ্ঠায়!
শুয়ে বসে অন্দরে রসহীন কষে;
নেমে যাওয়া, খালবিল ভুল নদীজলে
- উথাল সাগর পাড়ির আনাড়ি মাঝি!
উঠানামা থামা থামি জানা দরকারি;
তাই হোক তবে, শ্রান্তির প্রয়োজনে
- মোটামুটি শান্তির সব আয়োজনে |


সারকথা সুপথের, ছাড়াছাড়ি চাই না
এপথে গড়তে হবে শুদ্ধ শপথের সারি
আমাদের দোষ আছে মুছতেও পারি
- বদনামি ঘুচে যাক,কমতিটা তেষ্টার ||


==========
© আগুন নদী ©
__________