.....


কীসের খুশিতে নাচতে নাচতে
- বলছি আমি বিজয় বিজয়!
বাঁচতে পারা সুখের ক্ষুন্নিবৃত্তি হৃদয়
- কৃত্য স্বাধীনে ভৃত্য পরিচয়!
আনন্দ হীন একি হররা ধারা,
সোনার জমিনে সানন্দ খরা!
দলাদলি করি ফুলেল মিছিলে;
সাজিয়ে ডালি,তুলছি ছবি ভিড় ঠেলে
- যুদ্ধাহতের গর্দানে দিই পা তুলে!
নিজের মতো ভাবছি শুধু নিজস্ব জয় |


তুলতেই শিখিনি প্রিয় পতাকার কাপড়;
'অপেক্ষা অঞ্চল' পেরোলে যে সংগীত,
- 'নিষিদ্ধ অঞ্চলে' থেমে শুরু করি গান!
শোকে'র সীমানা তারপরে 'সম্মান'।
নিয়মের প্রেম ছেড়ে ভুল পথে,
অনিয়ম জুড়ে চলা কোনমতে!
ঝুলিতে আমার নির্জলা মিথ্যাভার
- বুলিতেও কাটেনি জড়তা আঁধার,  
মিছিলের সাথী বড় কায়কারবার!
যাতনার বীজ বুনে চেতনার অবদান |


মাথায় পতাকা; গাড়িতে ও বাড়িতে
- দণ্ডে দড়িতে ছড়িতে দিচ্ছি বেঁধে!
বিজয় বিজয় করে ফেনা তোলা মুখে,
দিনশেষে আমি মিশে যাই সেঁটে!
ঝুঁকে থাকা সেকি দেশভক্ত,
বকে যাই দিয়ে দেবো রক্ত!
কুয়াশা আঁচলে ঢাকি স্বীয় মনসুখে;
কঠিন প্রাপ্তির ছড়ানো যেই ব্যাপ্তি
- একটি দিনের একক প্রহরের নয়!
কী সহজে ভুলে যাচ্ছি,পেয়ে সূর্যোদয় |


এখনো আমার চলনে বলনে অভাব,
অস্থিমজ্জার লালনে বিষম ক্ষয়!
গ্রন্থিতে জরা,অশ্রান্ত আধমরা স্বভাব
- চিত্তে ও বিত্তে স্বকীয় ঐতিহ্য নয়!
লালসা লোভের ধুমে,
পানসে বাসনার ঘুমে!
স্বত্বে সাধনায় সংস্কৃতিমনা নামে,
বেহায়াপনায় গড়ছি যে অবাধ অবক্ষয়
- সাধক আমি কোন চেতনার বাহক!
স্বাধীন ধারক হতে অনেক বাকি অজয় ||


________________
© আগুন নদী © -------🇧🇩