♥.....


কী পেতে চাও হে নগ্ন হৃদয়!
নিত্যনতুন পথে মাড়িয়ে যেতে যেতে
উড়িয়ে মলিন ক্ষোভের বিলীন ধুলো,
জরিন পুড়িয়ে দেয়া শিরীন সময়!
- রত্নখনির বুকে যত্নবিহীন খনন,
লীনতার স্বেদ ভরা নোনতা নিমক!
বিবাদী বিস্বাদে খর তেতো অবসাদে
- দীনতার মেদ জমা অসহায় দৈন্য!


ভগ্ন মনোরথে অবাধ্য নিদয়;
কম ঘামে বেশদামি যতো আয়োজন!
দরবারে জেরবার খালি হাত পেতে,
বেখেয়ালে পরিণত একহারা খেলো!
- কণ্ঠে যে ঝরে পড়া হীনতার স্বনন,
কিছুই মিলে না শেষে নিঃস্ব ঠমক!
বিক্ষুব্ধ কাতর শোকে মহাজোট বাঁধে
- বিক্ষোভী ইতর নামের বিরহী বন্য!


কী হতে চাও তবে মগ্ন হৃদয়!
সুপথে ছড়িয়ে পড়ুক তোমার ছায়া,
আগুয়ান হতে আরো অভিমুখে চলো,
বাধার আঁচল ছিঁড়ে পরিপাটি নিত্য!
- প্রসূনের কাছে শিখো প্রেম নিবেদন,  
বিলিয়ে দেবার সুখ নৈকট্যের দীক্ষা!
নিজের সুগন্ধি ঘ্রাণ ছড়ালে অবাধ
- যতটুকু সাধ হয় হাসো প্রাণ খুলে |

হতে পারো সাধারণ সাধ্য সদয়;
সবখানে গড়িয়ে দাও নিখাদ মায়া!
রাজসিক মননের শীল গড়ে তোলো,
সুনিপুণ সুন্দরে ছুঁয়ে থাকো সত্য!
- দু'হাত বাড়িয়ে দিও হেম আবেদন
পরহিত কল্যাণে সুপাঠ্যের শিক্ষা!
জাগলে সুরভি স্বরে পবিত্র নিনাদ  
- লীলায়িত রোশনাই আঘ্রাণের মূলে ||
__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||
..........................................