✒....


নতুন প্রাসাদের প্রেমে আর মজেনি মন ;
পুরনো ভবন এখনো উজল, কাটছে জীবন বেশ!
মহালের নামজারী তুলে রাখি সিন্দুকে,
জলেরদামে আঁজলা ভরি প্রাণের আবেশ!
নথিতে, দলিলে ধারাবাহিক আমিই বর্তমান,
জল মহালের হিস্যায় তাই -
অলিখিত চুক্তি বলবৎ রাখতে চাই  
- অংশীদারগণ 'কথা না বলা' প্রাণী!  
ওরা মায়াবী অতিথি, কিছু না বুঝুক!
ভালোবাসার সম্মানে সামান্য আয়োজন,
জলকেলি ভালো লাগে, জলাধারই থাক।
জগতবিতৃষ্ণ হৃদয় ভেজাতে -
চিরমুসাফির অন্তর কিছু তো খুঁজুক!  
যতই অবোধ বলুক, পিছু হতে নিন্দুকে।


জাগতিক স্বার্থের হাতছানি ;
বহুতল ভবন হবে, জমজমাট বিনোদন কেন্দ্র,
বহুমূল্য ভূমির সর্বোচ্চ ব্যবহার!
মালিকানা সুফল ভোগের পাঠদান চলে,  
উৎসবের আমেজে জ্যামিতিক বৃদ্ধি,
পরিবার থেকে রাষ্ট্র, আমার পরিধি ছাড়ানো অঙ্গীকার!
লোভের ধূমায়িত ঘ্রাণে ম-ম চারদিক,
অভাবনীয় সুযোগ ঝুলে থাকে নাকের উপর!
আমার শিক্ষকগণ 'কথা বলা' প্রাণী!
সিদ্ধহস্ত স্বার্থবাজ;সামাজিক অভিভাবক,  
জলপ্রীতি আমাকে অশ্রুসজল করে
- সব মরশুম সবার নয়!
মৌসুমি বাতাসের ঝাপটায় নাকবন্ধ হয়ে থাকে!
শান্ত জল মাৎস্য গন্ধ, অশ্রান্ত পাখিদের সুবাস ছাড়া আর কিছু উপভোগ করি না।


চোখ কিন্তু খোলা রাখি;দৃষ্টি ওড়াই,
নত করি আনত সম্মুখের শোক!
অনড় দৃষ্টিভঙ্গীতে ঝাঁকে ঝাঁকে মাধুর্য ;
আসাযাওয়া অস্তিত্বের ভাষা দিয়ে,
প্রসারিত আকাশ এঁকে নিই দুচোখের তারায়!
বাকি সব অপার, দৃশ্যমান বাস্তব -
পালক খসানো বালিহাঁস, ঠোঁট ঘষানো ছানাপোনা,
ডুবসাঁতারু জলকাকের জল পলান্তি খেলা!
পরিযায়ী উড়াল ছায়া, গাংচিলের ডানা।
শিকারী বকের বহর, মাছরাঙাদের ধ্যান!
বারোমাসি প্রেমের বিহানবিভোর ডাহুক,
লালচোখা কায়েম,সাদা চখাচখি -
ঝিলিমিলি জলের জলতরঙ্গ দোলা।
আরো অনেক জীয়নকাঠির সাথে,  
কলমীলতাও 'রাণী' ফুলের দুলুনি
এবং দুরন্ত প্রজাপতিদের জীবন্ত মেলা।


______________
© আগুন নদী ©
গোলদিঘির পাড়,
বাপদাদার ভিটে।
- ২০১৫ ইং -