সমাজসেবার বড়োকর্তার কথামতো;
গোটা গোটা অক্ষরে মুসাবিদা লিখে,
আলাদা খামে চিঠি গেছে স্থানীয় দপ্তরে
- সাংসদ,নেতা,আধিকারিক,প্রশাসক
মোটামুটি পদস্থ কাউকেই বাদ যায়নি,
      আশ্চর্য সুবিধাও মেলে যায়!    
শক্তিশালী মাধ্যমে নিয়মিত সম্প্রচার;
  সংবাদপত্র দূরদর্শনে ফলাও প্রচার,
অনেকদিন অনেক কষ্ট হলো অনেকের
- দরদী সমাজসেবী বলে কথা,
ঘোষণায় মুছে দিতে সমাজের ক্ষত,
সামাজিক এষণায় শতব্রত অভিভাবক |


ছয় মাস পেরিয়েছে গতকাল;
সংখ্যার হিসেবে খুব বেশিদিন নয়!
অন্তর্জালের যুগে খবর পচে না জানি
- খাবার বাসি হয়, খবরও হয়তো!  
নেহাত একটা মানবিক সাহায্যের বাণী
    'ফুসফুস ক্যান্সারে আক্রান্ত
    মেধাবী কিশোরীকে বাঁচাতে'  
সহজ বাংলায় লেখা সরল আবেদন!
     কেউই যোগাযোগ করেনি;
     প্রয়োজন পড়েনি নিশ্চয়ই!
ভুক্তভোগীর চেয়ে বেশি ঠকের বাজারে,
কোথাও কি চাপা পড়ে মরেছে সহৃদয়!
প্রতি দিন হাজারে হাজারে এমন,
অসংখ্য জটিল রোগী অভাবী বিকার
- অগুণতি হাহাকার, পড়তে হয় পড়ছি,
এগিয়ে অতো হাত ধরাধরি কী দরকার |


আলোকিত ভোর ফুটে ওঠার আগে;
বেশ আবছা আঁধারের হাত ধরে,
হাড্ডিসার শিশুটি মরে গেছে আজ
  এ কেমন লড়াই একদম নির্বিবাদী!
অভিজাত পৃথিবীর একবিন্দু অন্ধকার
- দূরীভূত হয়েছে কী কোথাও!
কেউই জানেনি; আতর খাটিয়া ছাড়াই,
গোরখোদক লাশবাহী সন্তাপী পিতা
- মাটিচাপা দিয়ে ফেলে প্রতাপী শোক!
রাজসাক্ষী দলের অথর্ব আমিও;
সুবেশী নিপাট এক প্রতিবেশী ভদ্রলোক!
দিনলিপি পাতায় মোটা হরফ সাজিয়ে
- বেশ শক্ত শক্ত শব্দে লিখে রাখি,
'এডিনোকার্সিমা' এক মারাত্মক ব্যাধি |


ব্যক্তিগত সংগ্রহে দুর্লভ স্মৃতি সমাহার,
বিষয় শ্রেণিতে গর্দভ শখের কবিতা!
মুখবন্ধে লিখে রাখি আত্মশ্লাঘা শ্লোক,
সময়রেখায় যোগ করি নিহত মুখচ্ছবি
শব্দে শব্দে স্তবক কাঁপিয়ে দেয়ার পর
- আমাকে বাহবা দিচ্ছে অযুত-নিযুত,
সেবকের দলপতি নেতাও উপনেতা  
গমগমে ভিড় করা এ সমাজের লোক ||


_____________
© আগুন নদী © মূল ১৯৯৩
  -- পরিমার্জিত ২০১৩ --