---🏐🏐🏐🔵⭕🔵🏐🏐🏐---


জঙধরা কিছু কথা; বেচে দিতে চাই !
সাথে আরো ফাও দেবো, ভাবধরা সুখ!
যদি চাও দিতে পারি কবিকবি ভাব
পানি'র দামের মতো মধুর ভাষার মুখ
- যতিহীন গতিময় বাক্যের স্বভাব
হাট খুঁজে বৃথা কেনো, হয়রান হবে দম
আঘাটার ঘাটে বাঁধা কেরায়ার সারি!
সুরেস্বরে বহুজাত খরিদ্দার গমগম;
অভিলাষী অনায়াসে পাড়ি দিতে পারি
- আগুপিছু ছেড়ে তাই, সোজা চলে যাই!


দিনশেষে কায়ক্লেশে, বেহুঁশ পৌঁছাই
চাঁপাতলী পার হলে যেথা গুমগাছ ঢাল
খোলামেলা বামদিকে অনুপ্রাস হেলা
সামনে এগিয়ে গেলে,ডানদিকে বাঁকখাল
- কবিতার হাট সেথা, মাধুকরী বেলা!
বাটপারি কিছু নয় ভোজবাজি খেলা
নয় মণ হরফের দুই আনা দাম !
লাজহীন কিছু নয় বিকিকিনি মেলা
নিজেরাই কিনে নেয়, নিজেদের কাম!
- ভাইভাই ঠাইঠাই ; বেশ বেশ্ ঠাঁই!


ধন্ধের উপমা স্বরে; বাজার কাঁপাই
ছন্দের শুরুয়া মাখা সুভেষের রাখিমাল
মাত্রার ধুতুরা দিয়ে পাকাপাকি মেলে
ফুলানো ঝোলায় ভরা আবেশের বাদমাল
- শব্দের বন্ধন বেচি, মাখামাখি তেলে !
চাপাচাপি ভিড় ঠেলে সওদার বিবরণ
সুখের সীমানাহীন অসুখের ছাই!
হাটুরিয়া কোলাহল চাটুকারি বিপণন
অনুমানে মাপামাপি; বাটখারা নাই
- নিরানন্দ ঠেলেঠুলে, আনন্দে ঝাঁপাই!


--⚪🍂🍃🍃🍃©🍃🍃🍃🍂⚪--