--🔹🔹⚪⚪🔶🔶⚪⚪🔹🔹--



তুচ্ছ কাঠামো ভেঙে চলো পালাই ....


অজানা ব্যাকরণ বাকি পড়ে নাও;
অচেনা মত হলে হোক,অচেতন জ্ঞান ছুঁড়ে-  


সাঁতারবিদ্যা থাকুক,তুলে রাখো প্রয়োজনে
হাঁটাপথে ঘুরে আসো কাছের সীমানা
সাথীও সোপানে দেখো বিশুদ্ধ মতামত


সময়ের নরোম বুকে আর কতো -
মিথ্যার বেসাতি নিয়ে আশ্চর্য মনোরম
নিশ্চুপ ঘুমিয়ে রবে বাধাহীন পথ
নেশাতুর চতুরতা ছাড়ো,নিপুণ অবোধ


নীলকমল পেতে চাও! সহজপ্রাপ্য নয়
বেখেয়ালে লাগিয়েছ সেতো শালুকের মূল
বিষাদের মিহিদানা অসুখের কেনাবেচা
আমার হীরক বোধ খরচ করেছ বৃথা
- বিশুষ্ক জমিনের মতো পাথুরে হাটে!  


শিথিল মতের দেহে গায়েবি রোদ -
খোলা পথে গিয়ে দেখো কতো জলঝরা
সাধনায় গজিয়েছে অনেক,সবল পুষ্ট চারা  
জমিয়ে রেখেছি সাধের শালিধান বীজ
  
জানার সমাপ্তি কেন; ব্যর্থমনোরথ
ভুলেও ভেবোনা এসব মনগড়া কথা!
বিস্তর পথের শেষে গোলাভরা অভিমত


হাততালি পেয়ে মিছে; মোহময় বোধহীন
বেহাত করেছে বহুত সোনার ফসল!


এবার সুপথের পালা, নিখাদ শপথ সাথে ...


➤➤➤🔘🔘🔘©©🔘🔘🔘➤➤➤