°°°°°°


অত্যাশ্চর্য পৃথিবীর সুন্দর সকল;
আশ্চর্য সুন্দরের ভাস্বর দল,
জেনে রাখো আমিও ছিলাম-
তোমাদের ভিড়ে ততো জমিয়েছি ঋণ
-নিপুণ নিপাট যতো নিয়েছি সুপাঠ |
~
তোমরাই মিলেমিশে খুব ভালোবেসে
শিখিয়েছ সুশোভন শুদ্ধ শিরিন,
কলমের ঠোঁট চিরে লিখতে সুনীল-
দাপটের চোট ছিঁড়ে,ছুটে যেতে হেসে
-কলবে্র কলরবে সয়েছি ধকল ||
<>
গাত্রবর্ণের কোনকথা দেখিনিতো সেথা,
প্রাসঙ্গিকে টেনেছো যে গাত্রবাস দিক!
সুন্দর খুঁজে খুঁজে পেয়ে গেছি ঠিক-  
বিষয়টা আদতেই খুপসুরতের নয়!
-গাত্রদাহ অল্পস্বল্প,বাকি অপ্রাসঙ্গিক |
~
বর্ণস্রোতে ভাসতে শেখাওনি বলেই,
কৃষ্ণ চূড়ায় দেখেছি রক্তবিজয়!
দুঃসাহসে যুঝেছি দুঃসাধ্য আঙ্গিক-
সুন্দর অনন্ত ওহে,ভুবনের কোণে
-সবখানে তোমাদের অন্বয়ী সারকথা ||
<>
আকাশের এক তলে মুগ্ধ চলাচলে;
বিসরিত শত কোলাহলে,
বিস্তৃত বাতাসের ভাঁজে বিস্তার নিশ্বাস!
রূপের নাকালে, গুণের মাকালে
- অপরূপ সুবোধের অপূর্ব বিশদ |
~
তোমাদের কাছে শেখা;এন্তার বিশ্বাস,
ব্যবধান অবদান দিয়েছ যতো জ্ঞান!
অনেক অবোধ্য এবং অবোধ রসদ-
পূজারীর আকালে,রোদনের অকালে
- সাবধানে পার হতে দোলাচলে ||
<>
দৃঢ়তা দিয়েছ ভরে হৃদয় জাবাল;
আমার সৌন্দর্যবোধের মুগ্ধ সেকাল!
চরম উৎকর্ষ দিয়ে পরম প্রাপ্তির দিন-
ঔদার্যবোধ শিখতে, সংখ্যার লাফে
- কমেছে শুধু অসাধ্য আয়ুকাল |
~
কুৎসিতের সংজ্ঞা করেছো নিরূপণ;
কদর্য সমূল চিনে, করিনি শরণ!
ছলকে পড়েনি দুই এক কণা-
স্নিগ্ধ আলোকে বিঘ্ন ছাড়াই
- শান্তি পেয়েছে অশ্রান্ত আবাল ||


____________
=© আগুন নদী ©=
.®০৭/০৮/২০২১®.
____________