-<<>==[[[|||✪✪|||]]]==<>>-


চৌদ্দপুরুষের খোঁজে নিয়েছি খবর
তার আগে যেতে পারা সাধ্যের অতীত
সাতপুরুষের ভাষা উদ্ধার করেছি কিছু
-বাকি সব অবুঝের অবোধ যাচাই!      
পুরনো দলিল মূলে তুলটের ফর্দ  
সাধনা শোধন করে শিখি লেখাজোকা  
অনেক ত্যাগের দামে গঠিত প্রাসাদ।
লালিত স্বপ্নের ছোঁয়া শ্রমী ঘাম ঝরা
বণ্টিত হয়েছে হায় বারেবারে বহুবার!  
আমার পায়ের নিচে অনেক অজানা কৃতি
-রক্তের দাগের ছোপ ভেতরের ক্ষোভ!
আয়েশি ভোগের ধন; পেয়েছি খানিক
  সেইটুকু ভাগ করে চেটেপুটে খাই!
- চোখের সামনে রাখি বাঁধানো কবর।    


দাঁড়ানোর ভূমি থেকে;গন্ধসুধা উঠে আসে
  মাটির পেটের কথা পারিনি জানতে!
সেখানে শায়িত আছে বেড়িপরা সুখদুখ
-সাবেকী পুরুষ নারী আমারই পূর্বসূরী!
অবাক জীবনধারা;পাথরের হাতিয়ার
হাড় কাটা কারুকাজে,গড়া অলঙ্কার
নিশ্চিহ্ন তৈজসপত্র খোদাই অক্ষর গাত্র।
দেয়ালের লতাপাতা ছবিচিত্রে আঁকা মুখ  
- বিনিময় করা যতো উপহার পণ্য!
অচল মুদ্রার থলে;থামির আঁচল পাড়
  অদেখা জিনিস এবং জলপানপাত্র!
হাতবদলের ব্যথা;সঙ্গে যাপনের প্রথা
কাল নিয়ে ছেলেখেলা সেরকম কিছু নয়!
শতাব্দীর গায়েমাখা মাটিমাটি স্মৃতি ভাসে।


-<<>=====[[[©]]]=====<>>-