-=<<<>====♠====<>>>=-


ভালোবাসার কোমল ভাষা;তোমার মুখেই শোনা
বিমল কথার মালা,প্রণয়শালিন ফুলে
চোখেতে দেখেছিলাম প্রীতির তারার জ্যোতি
সর্বনাশার অতীত ব্যথা থেকেছি সব ভুলে!
ভাবোনি কেমন আমি আকুল ছিলাম প্রেমী
-দিলখোলাসা এক পাগলপারা সাথী!
ব্যর্থ স্মৃতির দ্ব্যর্থ ছেড়ে;ভুলে গেছি লাভক্ষতি
তোমাকে খুব ডেকেছিলাম আলোআশার দলে।
দাওনি সাড়া হৃদয় নাড়া;চেয়েছিলাম দ্যুতি
একটুখানি প্রেম ইশারা,দিয়েছিলে কবে!
তাতেই হায় মজনুমতি;দিশাহারা আমি
-ব্যাকুল প্রেমিক ভেবে,থাকলে দূরের ছলে!


ফাগুনবেশী আগুন ছিলে!আমিও সইতে পারি
খাদ পোড়ানোর শেষে নিখাদ নিখুঁত সোনা
কেমন হলো সাধের স্বপ্নজালের খেলা!
সত্যি বলো অনুভবে;এই আমাকে কেমন ছুঁলে
বিরহজীবন যেমন,নিবিড় গভীর কালো
-সময়গত ধূপ হয়েছি স্মরণ বরণ কালে!
জ্বলতে গিয়ে জমিয়েছি;অঙ্গারের যেই স্তুপ
দুখ পোহানো সেই তাপেতে,সুখরচনার সারি
ধোঁয়ার মতো আবছা আভা মনভেলা;
চারনয়নের হয়নি দেখা,সেটাই অনেক ভালো!
মুখচ্ছবি আঁকছি আজো কথার ঘুমে ঢুলে
-পিপাসাহীন প্রেমের ভাষা সলমাজরিন রূপ!


________♦©♦_______