মানুষ,বিিচত্র; রুপে গুণে আকৃতি ও গঠনে।
উপদেশ,উন্মুক্ত; নিখরচায় বিলায় সর্বজনে।
সততা,মুক্তির পথ; ইহকাল ও পরকালে।
মিথ্যা, ধ্বংস আনে; ইতিহাস চিরকালে।


সভ্যতা,প্রয়োজন; যুগে আনে পরিবর্তন।
সমাজ,নিরাপদ; হানা হানি নাহলে উত্থান।
পরিবার,আপন অতি; মমতাময় সু- মধুর।
দাম্পত্য,সুখকর;শ্রদ্ধাবোধে স্বামী ও বধুর।


শিক্ষা,অত্যাবশ্যক;জীবন সোপান উত্তরণে।
সংঘর্ষ,অনাবশ্যক;অশান্তি ছড়ায় জনমনে।
ঈর্ষা,নিন্দনীয়;ডেকে আনে অধঃপতন।
সাধনা,প্রশংসনীয়;নিরলস কর্মের যতন।
সংগ্রাম,দুর্ভেদ্য; সংকল্পে থাকিলে অটল।
সম্মান,প্রাপ্য বটে;দৃঢ়তায় নাহলে ফাটল।


বন্ধু,নিস্প্রয়োজন;বিপথগামী কুজন হলে।
বন্ধুত্ব,বাঁচিয়ে রাখে;দুঃখ ভয় বিপদকালে।
স্নেহ,অপরিমেয়; সর্বদাই নিঃস্বার্থ ও উদার।
ভালবাসা,আপেিক্ষক;তরল গরল অসার ।