(সর্বজন শ্রদ্ধেয় -
ভাষা  সৈনিক আব্দুল মতিন ম্মরণে)
--------------------------
দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে গেলাম,
প্রথম ! না-ই হলাম ;
আমি চাই শেষে ই থাকি,
প্রতিযোগিতায় নাম টিকিয়ে রাখি।


হাঁটতে গিয়ে ও দ্বিগুণ বাধা,
যেন ঘোড়ার পালে খুঁড়িয়ে চলা গাধা;
অথচ অন্য সবাই ছুটছে জোর মনোবলে,
থাকতে সতেজ,খাচ্ছে রোজ আদা জলে।


বলতে গিয়ে কথা, আসল ভুলে যাই;
নকল কথার তুবড়িতে কর্ণ কুহর ফাটাই,
যাচ্ছেতাই! শুনে শুনেই শিখছি অল্প;
বলছে যারা তাদের সংখ্যায় বাড়ছে গল্প।


লিখতে বসলে সমস্যাদি মুচকি হাসে,
ব্যাকরণে মূর্খতা কাটে না ভােব রসে;
মনের ভাষা লিখতে হলে কলম লাগে,
দুঠোঁটে কালি মেখে যায়না লেখা অনুরাগে।


চলা,বলা,মেধা ও মননে যারা মনগড়া,
তাদের জন্য দলছুট কবি,কবিতা মনমরা;
অগ্রগামী জ্ঞানীগুণী আসীন সর্ব হৃদয়ে,
নগণ্য জ্ঞানহীন আমি থাকি ভুলের ভয়ে।


কুয়ালালামপুর,
মালয়েশিয়া।
০৮-১১-২০১৪.