গদ্যময় জীবন চলে কি পদ্য ভারে !
অসাধ্য হয়নি সাধন কভু ভয় সঞ্চারে,
অবাধ্য বাধ্য হয় তবু প্রেমের কারণে,
তক্ষক ভদ্রবেশী রয় বকধার্মিক  ধারণে।


হৃদয় ভাঙ্গলে নাকি লাগে না জোড়া,
ভালবাসা শুদ্ধ হয় বিরহ অনলে পোড়া,
মনের মিল না হলে বন্ধু সে কেমন !
মাছ ছাড়া নদী ও পাতাহীন বৃক্ষ যেমন।


মূর্খতা অভিশাপ নয় থাকিলে বিনয়,
পাণ্ডিত্য ছাঁই চাপা আগুন,জ্বলেই রয়;
অজ্ঞতা দোষ নয় ইচ্ছা হলে জানিবার,
আদব আচরণ বহু বাকী থাকে মানিবার।


পাপ পূর্ব পাপী নয়, সাধু ই তো সে রয়,
সাধুচরিত্র পাপী তবে কোন মতে হয় ?
ভাবের গভীরে লুকানো ভাবই থাকে,
ভালো মন্দ ব্যবধান সীমাবদ্ধতা আঁকে।


চিত্ত উন্নত হয় পরিত্যাগিলে হিংসা,
বিত্ত বৈভব ক্ষণস্থায়ী জাগিলে ঈর্ষা,
চরিত্র জীবন মুকুট,পবিত্র রাখতে হয়;
গুণাবলী মানবিক,আবেগ করে জয়।


১১-১০-২০১৪.
পুত্রাজায়া, মালয়েশিয়া।