জানতে চেয়ো না আমি কে ?
যেই আমি সামান্য আছি মিশে,
অপ্রস্তুত বিব্রত ভুল অস্তিত্বে!
অপাংক্তেয় তবু বিজিত কৃতিত্বে।


জেনো,আমি সাদা শুভ্র আত্মা;
অরুচি গিলে খাই সহস্র প্রেতাত্মা!
সত্য মিশ্রিত সুন্দর ভাবনায়
আমার হৃদয় সুদূর হেঁটে যায়..


জানতে চেয়ো না কোথায় বসবাস?
আভাসিত নিবাসের কেমন ভাস?
শুনলে তুমি করবে বিলাপ,
জাগবে ভীষণ ক্রন্দসী প্রলাপ!


শুনতে চেয়ো না আমার অভিমত
স্রোতোবহা শ্যাওলা পিচ্ছিল কত পথ,
শেষ যেখানে তোমার গন্তব্য
সূচনা সেখানে নিস্প্রয়োজন মন্তব্য


জানাতে চেয়ো না গরল অভিমান
দেখাতে চেয়ো না দুর্বোধ্য অভিধান,
বোঝাতে চেয়ো না সরল প্রতিদান
শোনাতে চেয়ো না হ য ব র ল গান


জেনো,আমি অনড় আস্থা অবিচল;
মেনো,প্রত্যাশিত প্রাপ্তির অবিকল।
জানো আমাকে ভাঙ্গতে যত ছল,
জানাশোনা মানায় ভাঙ্গবেই শিকল।