স্রষ্টা তাঁহার নিজগুণে দিয়েছেন উপহার,
সর্বসেরা মানবজীবন শ্রেষ্ঠতম সবার;
সুস্থ সবল শরীর সহ কর্মঠ দুই হাত
সুকর্ম চাই তাতে আমৃত্যু দিনরাত।


কত সুন্দর মুখাবয়ব প্রখর দৃষ্টির নয়ন
কথার বিষে সর্বনাশের চাইনা কোন বয়ন,
চক্ষু আমার স্থির যেন রয় সকল শুভকর্মে
মস্তিষ্ক আর অন্তরটা আবর্ত হোক ধর্মে।


এই পৃথিবীর পশুপাখি বৃক্ষ ফুল ও ফল
আমার স্বার্থে অবিরত বিলিয়ে যায় সুফল;
কর্মময় জীবন যাচি দৃঢ় মনোবলে,
নিঃস্বার্থ চিত্তরূপে হিংসা যেন বিফলে।


আকাশ পাহাড় ঝর্ণা নদী চাঁদ সূর্য তারা,
সবকিছুই শুনছে কথা মানছে বিধি ধারা;
কেন হবো পাগলপারা মিথ্যাচারী দিশাহারা!
জন্ম যখন মৃত্যু হোক করুণাময় সেই ইশারা।