গল্প দারুণ! বলছিল চৌধুরী'র নাতি,
পরগনা কেমন সুখে ছিল কত হাতি;
জানেন!আমার শরীর জুড়ে বনেদী রক্ত
পূর্বপুরুষ কঠিন ছিল শাসন শোষণে শক্ত
মহকুমা পেরিয়ে পাবেন নিযুত প্রজা ভক্ত
বংশমর্যাদা বোঝে নিন কত পাকাপোক্ত।


ঘোড়াশালে ঘোড়া কাছারিঘর ও খাজনা,
জমজমাট নাটমহল নিত্য বাইজী বাজনা
এক্কাগাড়ি বেহারা পালকি সারি সারি,
সাতশত ক্রোশ বিস্তৃত মস্ত জমিদারি;
খানসামা আয়া বুয়া সজ্জিত পুরনারী
ঢাল তলোয়ার দ্বারী দাসী গমগম বাড়ী।


নিক্তি মাপা মুদ্রা মোহর পুটুলি ভরা তোলা,
কামার কুমোর ভিন্নতর উপঢৌকন ঝোলা
চার ফটকের জোড়া প্রাসাদ সিংহদ্বার খোলা
এখনো সে আবেশে বাঁচি,হয়ে আত্মভোলা!
বিশাল কয়েক দিঘী ছিল বায়ান্ন টি পুকুর,
এখন শূন্য ভিটে ঘুঘু চরা,নিরন্ন নেড়ি কুকুর।


জমিদারী নেই কি হয়েছে? আমি 'শাহজাদা'
লোকে যত বলে বলুক 'দাদার নামে গাধা'!!
---------------
বন্দর সেরি বেগওয়ান
ব্রুনেই দারুসসালাম।
(আগুন নদী /০৯-১১-২০১৪)