জোছনা মাখি,শুক্লপক্ষে চাঁদে হাসি বিকিরণ;
তোমার অভাব চিরস্থায়ী হৃদয় দহে নিপীড়ন
স্বাদ চাখি,চটপটি ফুচকা মুড়ির ঝোল ঝালে;
স্মৃতি প্রভাব সুন্দরী তিল টোলপড়া গালে!


বাঁশি ফুঁকি,বৃথা চেষ্টা বাঁধবো নতুন সুর
শুনবে তুমি কেমন করে! ওপার বহু দুর,
গন্ধ শুঁকি, তোমারি মত বকুল কামিনীর;
নিখোঁজ তুমি সলাজ সঙ্গী কষ্ট যামিনীর!


ছবি আঁকি, কল্পনা রং শান্ত স্নিগ্ধা এক মুখ;
ক্যানভাস আদর খোঁজে তোমার স্পর্শসুখ!
সবি ফাঁকি,করেছি যা করবো ভাবি আমি;
অনুভবে ছোঁয়ামাখা কিছুদিনের সালতামামি


খুঁজি আঁখি, হরিণী নয়ন চাহনি চয়ন;
প্রেমের সুতো পিরীতি সুঁই সোহাগী বয়ন,
নদী দেখি, ঢেউ হারা ছলাৎছলাৎ কূল;
মরা খাঁড়ি স্রোতহীন নদী নাম এখন ভুল।


উড়াই পাখি,মুক্ত করি তোমার প্রিয় পছন্দ;
তোমার পথে যাবো বলে দৃষ্টিপথ নিবন্ধ
দুঃখ রাখি, পোষ মানিয়ে বুকের খাঁচায় বন্ধ;
তোমার কথা সঠিক অতি 'ভালবাসা অন্ধ'


কবিতা লিখি, কাব্যরস অসারমেয় গন্ধ;
সুর তাল তুমি হারা অসাড় ভোঁতা ছন্দ!
কথা শিখি,আনমনে তোমার কথা আওড়াই;
ওপার তুমি এপার স্মৃতি অন্ধকার হাতড়াই।