একদিন দূরদেশে চলেই যাবো দেখো!
সেদিন বলবে কে 'আমায় মনে রেখো'
লিখেছি যত কবিতা গেয়েছি যা গান,
ভুল ও ভেবো না আমার কিছু অবদান।


তোমাদের ভাবে বিলাসী মম ক্ষুদ্র হৃদয়,
আশানুরূপ হয়নি বিকাশ শুভবুদ্ধি উদয়
নিস্প্রয়োজন মিথ্যে মনে রাখা অভিনয়,
ভুলে যেও স্মৃতিগত ভগ্নাংশ করি অনুনয়।


তোমাদের কান্না হাসি ঘটেনি প্রতিফলন,
সবুজাভ সুখ পান্না রাশি ছড়ানো প্রচলন;
হেসে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে ভয় যত সয়েছি,
অক্ষমতা ঘেরাটোপে শূন্য হাতে ফিরেছি।


আঁধার তাড়াতে পারিনি দীপশিখা মশালে,
ব্যবধান ভাঙ্গতে পারিনি কর্তা ও ঘোষালে;
মানাতে পারিনি অমান্যতা যত দিশাহারা,
বেখেয়ালি বেমালুম ভুলিও আমার ইশারা।


সাধনা নিষ্ফল যৎসামান্য দিয়েছি যা উত্তর,
তোমরা সফল!চেষ্টাবিহীন পেয়েছ প্রত্যুত্তর;
তোমাদের প্রেরণা মালমসলা জিনিসপত্তর?
কৃতিত্বে তাই অবহেলা পরে দাও মরণোত্তর!!