এলোমেলো বাতাস সাথে বইছে হাওয়া 'লূ'
দরিয়াতে তুফান তাতে লড়ছে মাঝি লড়াকু,
ভাঙ্গছে দুকূল নাব্য স্রোতে মৃত সবুজ বনানী
মৌ লোভী মন মগ্ন প্রেতে, ধৃত অবুঝ মৌ রানী!


বসন কোথা? হাল ফ্যাশনের তুচ্ছ বাড়াবাড়ি
শাসন প্রথা ! ছাল ছড়ানোর পুচ্ছ ছাড়াছাড়ি,
আড়াল হেথা ভুল ধ্বনি মুখোশধারী ঘোমটা
লাজুকলতা কুল রমণী নাচুনে বুড়ী খেমটা!


অপহৃত লজ্জা ভূষণ চরিত্রে দোষ সজ্জিত
অবারিত শয্যা তোষণ দরিদ্র বেশ লজ্জিত!
ছদ্ম কথা তুবড়ি বাজায় অকথ্য সুর ফুলঝুরি,
বদ্ধ পাতা খুপরি সাজায় নেপথ্য দূর সুড়সুড়ি!


দূর গোপন সঙ্গোপনে মিলে অতি কাছাকাছি
ঘোর স্বপন আনমনে খেলে স্মৃতি কানামাছি!
দ্রুতি তোড়ে বাড়ছে ইতি মানবতা গত,
শ্রুতি ফোঁড়ে ছাড়ছে প্রীতি নীরবতা শত।


ঝড়ো হাওয়া দমকা প্রলয় আভাস সুনামি,
পোড় খাওয়া থমকা বলয় আকাশ প্রণামি!
এভাবে সুখ শখ শোক ও মৃতপ্রায় রংহীন,
অভাবে অসুখী বুক অভিপ্রায় অসহায় রঙ্গিন!