দেখেন ভাই মাথার চুল এমনিই কি পাকা ?
বাতাসে নয়,বয়স বুদ্ধিতেই তালুতে ফাঁকা!
মুচা চাচা মুচকি হেসে ফেলে পানের পিক,
সাচ্চা বাচা কথা খাঁটি বলেছ ঠিকই ঠিক!


একটু পরে হেথা এক কিশোর বালক এলে,
'চাচা' 'বাচা' দুজনাই কঠিনতর ঢোক গেলে
নাতি আমার,অসুখ ভীষণ চুল তাই সাদা;
পাকা চুল বয়সী বয়ান ঘুরিয়ে দিলেন দাদা।


যাচ্ছেতাই বেঁচে আছি হরহামেশাই চাঁদাবাজি,
গ্রুপ ও লবিং গলি মোড়ে খেলা মরণ বাজি,
প্রকাশ্য করেছে গুলি মরেছে তাই রসু গাজি;
ভাই ভাতিজা দুটি আমার বাকীরা বদ পাঁজি।


ঝিলপাড়ে তিন লাশ পড়া দুজন সেথা প্রৌঢ়
হাতে ছড়ি সাথে দড়ি পুলিশ দেখেই দৌড়?
ভালো আছি এই আমলে তুচ্ছ দিল্লী গৌড়!
নগদানগদি পাল্টানো সুর ঘুরিয়ে দেয়া মোড়।


গর্বিত গর্দভ অজ্ঞান জ্ঞানীর ভাণ দাদা গিরি
ভুল আবেগে করছি যে আনমনে গাধা গিরি,
দুমুখো সাপ দুষ্প্রাপ্য চামচিকে প্রায় বিলুপ্ত!
বাহুল্য কূট গল্প তোষামোদ বন্ধ হোক রপ্ত।