আষাঢ় বাদল ঝড়ে জোছনা রাতে এলে,
আশার মাদল সুরে বাসনা প্রাতঃ শতদলে;
স্নিগ্ধ ভোরে কুলবালা সাজে ফিরে গেলে,
স্মৃতি ভুলে বকুল মালা পাছে ছিঁড়ে ফেলে!


আমি যে চাইনি অমন প্রকাশিত হেয়ালী ভুল
তুমি হে পাওনি তেমন বিকশিত বেলি ফুল,
জাম রঙা শাড়ি জামরুল খোঁপা বিন্যস্ত চুল
কামরাঙা সবুজ কল্পনা এলোমেলো জারুল;


রাঙাতে চেয়েছি সাজ কুসিম্বী কুমড়ো ফুলে,
ভাঙ্গাতে চেয়েছি লাজ এলাচ ঘোমটা তুলে;
লবঙ্গ নোলক চন্দন চূর্ণ সঙ্গে জাফরান ঘ্রাণ,
স্বপ্নভঙ্গ শ্লোক নন্দন পূর্ণ অঙ্গে মধু অনির্বাণ।


কৌশলী অঙ্গার ঝলসাতে পারেনি যে মুকুল,
কুশলী ঝঙ্কার বাজায় তাতে শুকানো বকুল!
বেশি আরো চেয়েছি দিতে জায়ফল সুবাস,
পেশী কারো চেয়েছিলে পেতে নির্মল নিবাস;


অবিশ্বাস দোলেনি বলেই ভাগ্যহত বিশ্বাস!
আশ্বাস ভুলিনি তবেই অপহৃত প্রীত নিশ্বাস,
বিশ্বাসে অটল তুমি,আমি শ্লথ ধীরগতি তৃষা;
আশ্বাসে ফাটল ভূমি,চুমি যত তৃষিত দিশা।