'ভাস্কর' দেয় আলো নামে সূর্য 'দিবাকর'
ধার নেয়,কলঙ্ক গায়ে,দানে সৌন্দর্য চন্দ্রকর;
নক্ষত্র তারতম্য নেই মহাকাশ আলো খচিত,
ক্ষেত্র বৈষম্য এই বিকাশ আলোকিত রচিত।


প্রভাতে রবি আলো সাঁঝের প্রদীপ প্রদৃপ্ত,
প্রভাবে প্রভু ভালো প্রণোদিত প্রাণ প্রতপ্ত;
আলোহিত গোধূলি আলো রাঙ্গা মন আল্পনা,
আশাহত আলোল ভাঙ্গে আলোকিত কল্পনা।


চোখের আলো দর্শিত সুখের বিরামহীন জ্যোতি,
সুখের আলো কর্ষিত দুঃখের বিনাশী যতি;
আশার আলো জেগেই থাকে সর্বনাশী আঁধারে,
আষাঢ় বিজলী আলো,দাবানল আগ্রাসী বাদাড়ে।


সংকেতময় ও সজ্জায় আলো বিস্তৃত দিনরাত,
অস্তিত্ব আর মজ্জায় জ্ঞানের ব্যাপ্তি আলোকপাত,
আলো আঁধারির খেলা চিত্রিত ছবির জীবন,
আলোকিত মানুষের মেলা প্রীতির জয়গান।


আলেয়া আলো প্রহেলিকা মিথ্যে সে মায়া,
আলোকিত প্রাণের মৃত্যুকামী ভিত্তিহীন কায়া;
আলোয় আলোয় ফিরে আসি আপন আলয়,
আলোর মত নিঃস্বার্থ উদার থাকি ভালয় ভালয়।