তমোহর কেউ ছিল না শুধুই আমি তুমি
দরিয়ার ঢেউ এলো না বেলাভূমি চুমি,
তমোময় আঁধার ছিল বুক ভরা ধড়ফড়
প্রেমময় বাধা ছিল সুখ করেনি ধড়মড়!


ফুল ছিল না,বাসর ও নয় সজ্জিত তোড়ার;
ভুল হলো কার, আমার নাকি তোমার?
দীপশলাকা জ্বেলেছিলাম আমি বারে বারে,
মন বলাকা পাখনা মেলে দেখেনি চুপিসারে!


কাঁপছিল ঠোঁট তোমারি আমার বুকের মত
উঠছিল কি ঢেউ বাহারি ব্যথাতুর শতশত?
খোঁজ ছিল না তোমার মত আমার চক্ষু নত,
লাজ তুলনা কাহার কত মৌনতার সেই ব্রত


ধনুক বাঁকা দেহ তনু সলাজ ছবি আঁকছিল,
ঝিনুক মাখা আঁখিকোণে সাঁঝ রবি ঝরছিল;
ছোঁয়াছুঁয়ি ভুলে গিয়ে মনটা শুধু  দুলছিল
জ্বালাময়ী ঝুল বিছিয়ে ক্ষণটা মৃদু ঝুলছিল!


আমার মত তুমি ও কি জয়ী হতে চাইলে?
কাছে এত দেখনি ছুঁয়ে ত্রয়ী ব্যথা সইলে!
তুমি আমি দুজনাই জয়ী অস্পৃশ্য এই প্রেমে,
শিহরণ ও পাই ছোঁয়াছুঁয়ি অদৃশ্য দুই ফ্রেমে।