চালচুলোহীন অভাবী তবুও কবি আমি,
নামের আড়ালে ছদ্মনাম থাকনা বেনামী;
সুনাম নেই অতো কবিতা তাই কমদামী!
সুবিধাবাদী রইলে ও লিখছি মঙ্গলকামী।


উড়ছি আমি হাওয়ায় বলছি মুখে ধীরে,
পুড়ছে যত হৃদয় দেখছি তো ফিরে ফিরে;
আকাশ যত উদার রেখেছে সুন্দর ঘিরে
যশ নয় লোভ নয় সেমত মনের আবীরে।


কাদাজল থাকলে ও মনে কাগজ খুঁজি সাদা,
ঘর নেই কাগজ কোথা লেখার পেরোই বাধা;
টুকরো কাগজ মেলে যদি কালি বিহীন কলম
চূর্ণ আবেগ হৃদয় পরশে মেশান কালি মলম।


জোছনা রাঙা চাঁদ দেখি ঘুরি ও দেশে দেশে
সামান্য তৃষ্ণা মিটাই চেষ্টা তেষ্টার বেশে রেশে
হয়তো পাঠক হৃদয় হয়না পূর্ণ, পায়না কাব্যরস;
ঠোঁটের মধু হাতে শূণ্য কবিতা যে তাই নীরস!


এত ব্যথার অন্তরালে হৃদয় আমার ভালবাসে,
বুকে এক ময়না পুষি কথা বলে মধুর হাসে,
চোখে শকুন পুষি দৃষ্টিপাত তাই দুরে ভাসে;
হয়তো কিছু নয়তো না কবিতার সুবাস আসে।