নারী বলে কন্যাকাল ভাল,সুখের ঘর পিতার;
ধন্য হওয়ার ছলে পুড়ি,কোন আগুন চিতার!
রুপে কিছু কম বলে আমি কি এই নরাধম?
গুণের আগুন সর্বংসহা সইছি এত পাহাড় সম!
বড় ঘরের বড় পুত্র সৌষ্ঠব দর্শন সুপুরুষ,
দিন যায় কষ্ট বাড়ে, গন্ধ ছড়ায় ঘৃণ্য পুরীষ!


পুরুষ বলে কুক্ষণে দেখা পোড়ারমুখী মুখ,
তার চেয়ে ভাল একা, অবহেলা সখী সুখ!
চলনে বাঁক বলনে ছ্যাঁক চাহনি অলক্ষুণে,
লক্ষ্মীছাড়া ডাইনী নিয়ে ফিরি লোকসান গুনে!
পতি ভক্তির রত্তি নেই,কথায় বাজে মূর্ছনা;
সাঁঝবাতি নেই সাজে ব্যস্ত ফোঁসফোঁস অর্চনা!


অভিমান অনুযোগে চিত্রিত আরো বিচিত্র অভাব,
অবিশ্বাস ঘিরে প্রণয়ে প্রলয়, আসলে দোষী দুই স্বভাব।