পাশাপাশি আলোছায়া সখা সখী দুইজন,
পরাগ মাখা কেশর পাশে ভ্রমরের গুঞ্জন;
পাশাপাশি পুষ্প ও কলি শিহরিত অলি
হৃদয়ের পাশে হৃদয় অবারিত কথা বলি।


অনেক দুরে দৃশ্যত চাঁদ তারা পাশাপাশি,
সখ্যতা নিশ্চিত, মুখরা তাই আলোর হাসি;
পিতামাতা পাশাপাশি সুখ ত্যাগী রাশিরাশি
সন্তান ভুল আশে জড়িয়ে নাগপাশ বিনাশী।


পাশাপাশি মৌমাছি দল মৌচাকে সঞ্চয়ী রস,
রাশিরাশি একাত্মতা পিঁপড়ের পরিশ্রমী যশ;
প্রজাপতি পাখায় ভাসে পাশাপাশি রঙিন দিন,
পাখিদের উড়া উড়ি পাশাপাশি সুখ অমলিন।


পাশাপাশি শুক-সারি,প্রেম জয়ী ফরহাদ শিরি
মেঘমালা ছুঁয়ে যায় পাশে চায় নীলগিরি;
পাশে আছি পাশে রই থাকব পাশে চিরকাল,
শ্লোগানের পাশাপাশি সুর তাল হয় মাতাল।


বিদ্বান সংস্পর্শ ভালো, না হয় যদি দুর্জ্জন;
বর্ষণ কম হয়,পাশাপাশি রইলে বিজলী গর্জন
মানুষ ভেদাভেদহীন পাশাপাশি মধুর সম্প্রীতি,
সুর তাল লয় পাশাপাশি তাই হোক শুধু গীতি।