রাধিকা লাস্যময়ী অঙ্গশোভায় মুগ্ধ শ্যাম,
রেবতী হাস্যময়ী রমণ যুক্ত বলরাম;
অষ্টপ্রহর বক্রতা পঞ্চভূতের তাপ ও চাপে
নিশিভোর নির্জনতা ক্ষণ গণনা ধাপেধাপে।


মেঘের ভেলা বয় চপলা বায়ুপূর্ণ ধায়,
বৃষ্টি ঝরায় সুরেলা শীতল স্নিগ্ধতা সাজায়;
ঝড় তুফানের প্রবলতা সজোর তোড়ে ভাসে
জাড় দিনের প্রখরতা তমোহর যদি হাসে।


ফাঁদ শিকারি অপেক্ষারত শ্বাপদের থাবা মাপে,
প্রাণ ভিখারি কান্নায় রত বিপদের চাপে কাঁপে!
তুমুলযুদ্ধ হিংসা ব্রত সংঘর্ষ বাড়ায় ক্ষত,
আমূল শুদ্ধ অবিরত সংশোধনী বাড়ে যত।


ফুলের গন্ধ রন্ধ্রগত, রন্ধ্রে সুবাস জড়ায়;
ভুলের দ্বন্দ্ব মেঘমন্দ্র, বিজলী আভাস গড়ায়!
কৌশলে হীনতা রয়, সংশয় দুঃখ বাড়ে;
কুশলে দীনতা নয়, বিনয় বুদ্ধির আড়ে।