হৈচৈ আসছে ভেসে মৃধা বাড়ীর বিলে,
ওহ বাবা! রাক্ষুসে বোয়াল বড়শি খেল গিলে,
চেঁচামেচি খামোখা হাঁটু পানি অল্প জলে!
কালি বোয়ালমাছ দেখি, ক্ষত পেটের তলে।


শ্যামনাথ মস্ত ধনী, আঁতাত লম্বা হাত;
সোর শোনা যায়, ব্যস্ত গুণী থাকে আমিরাত;
পুলকিত অবুঝ মনে ধরছে কেউ ছাতি,
পলকে উঁকি মেরে দেখি হারাণ চোরের নাতি!


শনি আখড়া জমজমাট 'মৌসুমি ফল মেলা'
টাটকা তাজা সবজি মূলা, মেলে ও দুই বেলা;
মেলা মানুষ, চোখ মেলে খাচ্ছে ধাক্কা ঠেলা!
গিয়ে দেখি, হাতকড়া ফরমালিন গুরুর চেলা।


বাগানবাড়ি কবরস্থান ভরা প্রেতাত্মা ও ভূত,
রাতবিরেত গোল শুনি, বিষম লাগে অদ্ভুত;
ভূতুড়ে গল্প, ছিনতাইকারী বেশে ভূতের দূত!
যৌথ অভিযান, দেখা গেলো ভদ্রলোকের পুত!


শুনছি প্রচুর দুরন্ত রূপ, আসল সেকি আজব!
গুনছি প্রহর চূড়ান্ত রূপ, নকল মেকি গুজব;
চলো ভাই, চোখে ও শ্রবণে হই কৃতার্থ।
বলো তাই, দেখে ও শুনে হলেই যথার্থ।
--------------------------------------
______________________________________