গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে পাহাড় টিলা,
বাহিরে সবুজ সুখ ভেতরে কঠিন শিলা;
শরীরে সর্পিল দাগ কভু পথ চিহ্ন আঁকা,
আড়াআড়ি কোনাকুনি ভগ্ন কিংবা বাঁকা।


এহেন কঠিন পাহাড় রুক্ষ পাদদেশ,
এসেছেন জ্ঞানী গুণী কত ধ্যানী বেশ
বসেছেন বুদ্ধ ঋষি আউলিয়া দরবেশ
সুকঠিন দাঁড়িয়ে পাহাড় তেমনি সবিশেষ।


ধ্যানমগ্ন ধ্যানজ্ঞান উদারতায় ছিল অবিচল,
তাঁদের পদধূলি মেখে স্থবির পাহাড় অবিকল;
ভেতরে চাপাকান্না জমিয়ে রাখা স্ফটিক জল
গুমরে খানিক প্রকাশ দেখানো ঝর্ণার ছল।


আমার ইচ্ছে করে, পাহাড় হয়ে যাই!
কান্না চেপে নয়, ঝর্ণায় মেখে বয়ে যাই।
খোলা বুক পেতে রাখি বিশাল তেমন,
সুউচ্চ শির থাকি, পাহাড় থাকে যেমন।


নির্বিকার সহ্যগুণ! ধ্বংস,ধ্বস, নির্বিচার কর্তন!
কেউ দেখে না, সভা সেমিনার অবধি আবর্তন!
সহ্যশক্তি চাই, পাহাড়ে মিশে যদি পাই বিবর্তন!
অস্তিত্বে কঠোর হবো, প্রাণে শুদ্ধ সমাবর্তন।
--------------©---------------
_______________________________