নিরেট প্রাণোচ্ছল জীবন, অগোচর জড়িয়ে ভ্রান্ত;
নিখুঁত কর্মময় মন, নানা পথ বিচরণ শেষে হয় শ্রান্ত;
নির্মল প্রাণে বাসনার ফাঁকেফাঁকে কামনার ভ্রান্তি!
নির্জলা মিথ্যার গোপন বাঁকে ছড়ানো শত বিভ্রান্তি।


নিশ্চুপ সকাল, দোয়েল শিস, চঞ্চল শালিকের পায়ে;
নিশ্চিন্ত সোনারোদ উড়ে আর ঘুরে তপ্ত দীপ্ত গায়ে,
নিরিবিলি মেঘমালা খেয়া আপনমনে ভাসে,
নিরাকুল ভাবনা শত,গান গেয়ে আনমনে হাসে।


নিয়তি নির্মম নয়, কর্মনিপুণ হলে অর্জিত জয়;
নিরত ধ্যানে ধন্য হওয়া জ্ঞান কভু নির্বাপিত নয়,
নির্মাণে নিয়োজিত মনোযোগে সৃষ্টি নন্দিত মধুময়,
নির্বাণে নিবিড় চর্চায়, ভিক্ষু কৃষ্টিসম্পন্ন সাধু হয়।


নির্বিষ হইলে ও সর্প, ভীতিপূর্ণ জাগে ভয়;
নির্বীজ রইলে ও বৃক্ষ, সবুজ সমারোহ সুখময়।
নির্ণয় কোরোনা পাপ,পাপীর বিচারক তুমি নও!
নির্দয় হয়োনা নির্বোধ, নির্মোহ নিঃস্বার্থ শুধু হও।
-----------------------------------
___________________________________