কিছু সুখের খবর চাই, শঙ্কিত ক্ষণ জাগরণে;
নতুন বছর নতুন দিনে কারণে বা অকারণে!
ভালো কিছু খবর দাও, আজ সুখে করি গ্রহণ;
কালক্ষেপণ, কাল বদলে জুড়িয়ে নেবো দহন।


বর্বরোচিত আত্মঘাতী হামলা বর্ষবরণ রাতে!
বিশ্বব্যাপী অসংখ্য দুর্ঘটনা দুর্যোগ নতুন এ প্রাতে;
সত্য সুন্দর শিশু নারীর সুকোমল জীবনের বোধ,
কেড়ে নেয় দানব ওরা, সুগঠিত ভবিষ্যৎ করে রোধ।


ঘুমকাতুরে চোখ উদ্বিগ্ন অসহায়, ঘুম বিন্দু আসেনা;
নিশ্চিত বলো, বেওয়ারিশ লাশ আজ নদীতে ভাসে না!
বলো, যাত্রী সমেত নিখোঁজ বিমান সব ফিরে এসেছে;
কষ্টক্লিষ্ট কিছু দুখীজন, সামান্য সুখে আজ হেসেছে।


আজ সকাল থেকেই পাল্টে গেছে হিংসাকাতর ধরণী!
মৃত্যুকূপে পড়ে যাওয়া অবুঝ নিষ্পাপ শিশুটি মরেনি!
পেশোয়ারে ফুলের মত শিশুরা মায়ের কোলে ফিরেছে,
'গাজা' সহ বিশ্বের সব শিশু এবং জনমনে শান্তি ফিরেছে।


বলো নতুন দিনে,আমার মাতৃভূমি আমার ভাষা;
চলনে বলনে, শ্রবণে, মননে, সত্য জড়ানো সব আশা।
পুরনো কথা আবার বলো, আমার প্রেম আমার দেশ;
নতুন করে বলো, ভুলেছে দুর্বৃত্ত হানাহানি যত বিদ্বেষ।


বলো, আজ অপমৃত্যু হয়নি কিংবা নিপীড়ন নির্যাতন!
বলো, কতজন ভালো আছে! মনকষ্ট করেছে নির্বাপণ?
ধর্ষিতা হয়নি নারী আজ, লোভ লালসা হয়েছে নিবারণ!
বলো, মিছে এই বর্ষবরণ, নতুন দিন সেই তো নিদারুণ।