জীবন নামক অতি পরিচিত এক বন্ধুর কথা,
আজীবন জড়িয়ে রাখে চলমান সুন্দর প্রথা;
জন্মাবধি, নাড়ী কাটার পর মুহূর্তে শুরু পরিচয়,
পরজন্ম দোরগোড়ায় যখন নিশ্চিহ্নপ্রায় পরিণয়।


অপাপবিদ্ধ অবুঝ, প্রথম বুঝতে পারেনা নাম;
স্বভাবসিদ্ধ শৈশব, খোঁজেনা কত তার দাম!
চঞ্চল কৈশোর, বোঝেনা অতল গভীরে অবগাহন!
উদ্যত যৌবন, উদ্যম নিরুদ্ধ আঁধারে অবরোহণ।


হাজার বিতৃষ্ণায় অসামান্য উষ্ণতা ছাওয়া,
মরণ চাইনা বলে আকুতির গান গাওয়া,
স্বার্থপর শরাব মিশিয়ে হীনতার সুরা খাওয়া,
নিজের জীবন, হয়না তারে আপন করে চাওয়া


একটাই জীবন, প্রাপ্তিযোগ একমাত্র একবার;
কামনার অগ্নি ঝরে, চর্ব্য চোষ্য লেহ্য চাখবার!
স্বল্প পরিচয় হয়, পাওয়া তাই জোটে খুব অল্প;
প্রলাপ জড়ানো আশ্রয়ে ঢেকে যায় বোধের গল্প।


জীবনান্ত আসন্ন হয়, জীবনদর্শনে জাগে মন;
জীবনবেদ বিস্মৃতি হায়! বিলুপ্তপ্রায় সোনালী ক্ষণ।
জীবন্ত জীবনের বাড়ানো হাত থাকে প্রাণের পানে,
ঘুমন্ত জন ভালবাসেনা তারে জীবলোকের টানে।
---------------♦♦------------------
____________মুদ্রিত © প্রকাশিত________________