আমাকে ভালবাসার কোন মানে হয় না,
লোমশ এই বুকে কিছুই পাবে না!
আমার ভেতর আমিত্ব নেই আছে পশুত্ব,
তলে পাবে কর্তৃত্ব, অতলে সাজানো দাসত্ব।


কাছে এসো না, অস্তিত্বহীন হবে
সশব্দ তুমি নিঃশব্দ সঙ্গীহীন রবে!
ভুলেই যাবে কি ছিলে তুমি কবে!
মিছেমিছি কেন কাছে আসা তবে?


আমার সৌন্দর্যে লুকানো পুরুষ,
পুরুষত্বের পুরীষ সাজানো পৌরুষ!
তারচেয়ে বেশি দিব আর কিছু নেই,
এরচেয়ে খুশি তবে কিভাবে আমি দেই?


অতএব, ভেবে সাবধান হও!
ভুলে ও ভালবেসো না, ভালবাসায় রও।
পুরুষ নামমাত্র আমি, নেই পুরুষকার;
তিরস্কারে জ্বলবে গাত্র, পাবে না পুরস্কার।


পাশে বসো না, কাছে ও এসো না;
চোখে চেয়ো না, মৃদু ভাসে হেসো না।
গুপ্ত অনলে অঙ্গার হয়োনা সোহাগী খুকী!
অন্তর্দাহে পুড়ে, মরো না মাথা ঠুকি ঠুকি।
.............................................................
___________মুদ্রিত© প্রকাশিত ________________