শুভ্র মানে সাদা, জন্মাবধি তাই কাশফুল;
কালো থেকে আধপাকা শুভ্রকেশ হয় চুল,
শুভ্র শিমুল, কিছু প্রজাপতি, পাখি আর ফুল
স্রষ্টার দানে শুভ্র যত, বাকী দেখা বলার ভুল।


মনের মাঝে শুভ্রতা খুঁজি, মন সেতো নয়!
রঙিন মন, সঙিন প্রাণ, শুভ্র কেমনে হয়!
শুভ্র বসন পোশাকধারী ধোপ,পরে থাকি সাদা;
অন্তর ভূষণ শুভ্র নয়, নোংরা ভরা মলিন কাদা।


শুভ্র চোখে!  সাদা মনের মানুষ খুঁজে যাই,
রক্তচক্ষু নীলচে কালো, শুভ্রতা সেথায় নাই;
মেঘমালা শুভ্র কবে, ধোঁয়াটে ধূসরতা ছাওয়া!
রংহীন জলে জমলে বরফ শুভ্রতা কিছু পাওয়া।


শুভ্র বলি বেমানান, আসলে তা কুয়াশা!
শুভ্র ধোঁয়া ভুল ধারণা, সর্বনাশের ধোঁয়াশা;
কাব্যগাঁথা, তুলি, কালিতে  শুভ্র সাজে নিরুপমা;
কাক সেতো প্রথায় কালো, শুভ্র বলা ভুল উপমা।


এইতো সময়, শুভ্র পোশাক ছেড়ে, আরো পবিত্র হই;
শুভ্র হৃদয় ঝেড়ে ফেলে, চরিত্রবান চরিত্রবতী রই।
শুভ্র আর শুভ্রতায় মিথ্যে চাওয়া জলাঞ্জলি দিয়ে,
রংহীন, নিরাকার স্রষ্টার সর্বোত্তম শুভ্র অঞ্জলি নিয়ে।